ঝিরঝিরে সেই বৃষ্টি
তপ্ত পুরনো টিনের চালে পড়ন্ত
যেন মনে হয় ক্যানভাসের ওপর
জল রঙের এক বিস্ময়কর সৃষ্টি
ঝিরঝিরে সেই বৃষ্টি ।
গাছের পাতার কোণে
শিশির বিন্দুর ন্যায় জমে থাকা
সে কি অপূর্ব সৃষ্টি
ঝিরঝিরে সেই বৃষ্টি
হালকা পূবিয়া বাতাসের টানে
একজোড়া ঘাস ফড়িং এর নেচে বেড়ানো
এক ছবির মতোন সৃষ্টি
ঝিরঝিরে সেই বৃষ্টি
বাঁশের কঞ্চির আগায় জমে থাকা
ছয় ফোঁটা সেই বৃষ্টি
গ্রাম বাংলার আবহ সৃষ্টি
ঝিরঝিরে সেই বৃষ্টি
মাটির বুক ফেটে বাড়ন্ত
এক কচি আম গাছের সৃষ্টি
যেন মরুর বুকে নতুন জীবন
ঝিরঝিরে সেই বৃষ্টি
নতুন সাজে সেজে ওঠা
নীম গাছ থেকে পড়ন্ত
নীম পাতার অপূর্ব সে সৃষ্টি
ঝিরঝিরে সেই বৃষ্টি
বট গাছের নিচে বসে থাকা
দশ মাইল পথ পেরিয়ে আসা
এক পথিকের সে কি করুন দৃষ্টি
সঙ্গে ঝিরঝিরে সেই বৃষ্টি ।।