সারে(Surrey) বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক জিম আল খালিলি তাঁর "Our World According to Physics" বইয়ে বলেছেন,"
![]() |
| জিম আল খালিলি |
আমাদের জ্ঞানকে একটি দ্বীপের সাথে তুলনা করা যায় যেটি কুল-কিনারাহীন সমুদ্রে একাকিত্বে ভুগছে। দ্বীপের মধ্যে রয়েছে কিছু গাছপালা যাদের সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। আর যেখানে দ্বীপের সীমানা শেষ হয়েছে সেখানে আমাদেরও জ্ঞানের দৌড় শেষ।
আর আমরা একজন ঢাল তলোয়ারহীন সৈনিকের মতো সমুদ্রের উপরে একটি ছোট্ট নৌকা নিয়ে হাতড়ে বেড়াচ্ছি নিচে কি আছে তা দেখার আশায়।"
মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন,"প্রকৃতির রহস্য অনুসন্ধান করতে গেলে মনে হয় আমার সামনে সারি সারি বইয়ের স্তূপ রয়েছে। আমার জীবনের লক্ষ্য হচ্ছে সেই বইগুলো থেকে শুধুমাত্র কয়েকটি অধ্যায় পড়তে পারা।"
নিউটন বলেছিলেন," আমি হচ্ছি একজন ছোট্ট বালকের মত যে সমুদ্রের তীরে বালু দিয়ে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করে। পথিক যে পথ দিয়ে হাঁটে আমি অন্য পথ দিয়ে হাঁটি শামুক ঝিনুক কুড়ানোর আশায়। আর আমার সামনে রয়েছে বিশাল অনাবিষ্কৃত অসীম সমুদ্র।"
সভ্যতার শুরু থেকেই আমাদের যে অভিযান শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি, আর কবে শেষ হবে তা আমরা জানিও না।
আমাদের কিছু বেসিক প্রশ্ন আছে যার উত্তর পদার্থবিজ্ঞান কখন কিংবা কখনো দিতে পারবে কিনা তা সম্পর্কে আমরা সন্দিহান।
*আমরা কোথা থেকে এসেছি?
*এ পৃথিবীতে আমাদের কাজ কি?
*কেন আমাদের এই মহাবিশ্ব অনন্য?
*মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে?
*অতীতে কি যাওয়া সম্ভব?
*কিংবা আমাদের মহাবিশ্ব বিবর্তিত হয়ে কোন দিকে যাচ্ছে?
এ সকল প্রশ্ন যখনই আমাদের মনে উদিত হয় তখনই আমাদের কল্পনার দেয়ালে ধাক্কা মারে।
আমাদের চিন্তা করার শক্তি সেখানেই গোধূলির লাল আভার মতো ফিকে হয়ে আসে।
শাহরিয়ার আহমেদ
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর নীলফামারী ,বাংলাদেশ

.jpeg)